অবশেষে তাহরিমা সুরভীর জামিন মঞ্জুর হয়েছে
ব্ল্যাকমেইল ও মামলা-বাণিজ্যের অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে নিয়ে সৃষ্ট আইনি জটিলতার অবসান ঘটেছে। জন্মসনদ অনুযায়ী তিনি অপ্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও পুলিশি রিমান্ডে নেওয়ার ঘটনায় তীব্র বিতর্কের পর অবশেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেছেন।
সুরভীর আইনজীবী রাশেদ খান জামিনের বিষয়টি নিশ্চিত করে জানান, বয়স সংক্রান্ত তথ্য গোপন ও শিশু আইন লঙ্ঘনের বিষয়টি আদালতে স্পষ্টভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত এই সিদ্ধান্ত নিয়েছেন।
আজ সোমবার (৫ জানুয়ারি) গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সুরভীকে ২১ বছর বয়সী দেখিয়ে পুলিশ দুই দিনের রিমান্ড আবেদন করে। অথচ ২০১৮ সালে নিবন্ধিত জন্মসনদ অনুযায়ী সুরভীর বর্তমান বয়স ১৭ বছর ১ মাস ৭ দিন। শিশু আইন ২০১৩ অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী কোনো শিশুকে রিমান্ডে নেওয়া বা সাধারণ কারাগারে রাখার সুযোগ নেই। পুলিশ মামলার এজাহারে বাদীর দেওয়া তথ্যকে ভিত্তি করে বয়স বাড়িয়ে রেকর্ড করায় এই জটিলতা তৈরি হয়েছিল।
Comments
Post a Comment