আসছে টানা তিন দিনের ছুটিআসছে টানা তিন দিনের ছুটি

 

চলতি নভেম্বর মাসে কোনো সরকারি ছুটি নেই। অনেক স্কুলে বার্ষিক পরীক্ষা চলছে। তবে বছরের শেষ দিকে সরকারি চাকরিজীবীদের জন্য থাকছে স্বস্তির খবর ডিসেম্বরে আসছে টানা তিন দিনের ছুটি।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, খ্রিস্টানদের বড়দিন ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার পড়েছে। এর পরদিন শুক্রবার এবং শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় অফিস-আদালত টানা তিন দিনের জন্য বন্ধ থাকবে।

চলতি বছরের ছুটির তালিকায় এখনো দুটি সাধারণ ছুটি বাকি। এর মধ্যে ডিসেম্বরের এই ছুটিটি সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে দীর্ঘ বিরতি এনে দিচ্ছে চাকরিজীবীদের জন্য। এর আগে বিজয় দিবস এই বছর মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ছিল।

এদিকে উপদেষ্টা পরিষদ সম্প্রতি ২০২৬ সালের সরকারি ছুটির তালিকাও অনুমোদন করেছে। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছরে মোট ছুটি কমে দাঁড়াবে ২৮ দিনে; সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে কার্যকর মূল ছুটি থাকবে ১৯ দিন।

সূত্র: জনকণ্ঠ

Comments

Popular posts from this blog

জমি খারিজ করেনি যারা, তাদের জন্য বড় তিন সুখবর!

W পজিশনে বাচ্চাকে বসতে দেখলে সাথে সাথে থামাবেন

রাজধানীর মণিপুরী এলাকা থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের..