অস্ট্রেলিয়ায় খোলা জায়গায় মলত্যাগ করায় এক ভারতীয় গ্রেপ্তার

 

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের প্যারা হিলস এলাকায় খোলা জায়গায় এক ভারতীয় নাগরিকের মলত্যাগের অভিযোগকে কেন্দ্র করে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয় সময় এক আবাসিক এলাকার সামনে এ ঘটনাটি ঘটে। একজন স্থানীয় বাসিন্দা ওই ব্যক্তিকে থামাতে এগিয়ে যান। পরে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।


বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় অনেকগুলো সংবাদ মাধ্যম নিশ্চিত করেছেন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, কার্টার নামের স্থানীয় এক বাসিন্দা একটি বাড়ির সামনে ঝোপের কাছে বসে থাকা ব্যক্তিকে প্রশ্ন করেন, তিনি সেখানে কী করছেন। প্রশ্নের মুখে ওই ব্যক্তি দ্রুত প্যান্ট টেনে তুলে দাবি করেন, তিনি শুধু প্রস্রাব করছিলেন। তবে কার্টারের অভিযোগ, ওই ব্যক্তির আচরণ দেখে মনে হচ্ছিল তিনি মলত্যাগ করছেন।

ঘটনার সময় কার্টার ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তিকে ধমক দেন এবং তার পায়ের কাছে মাটি নিক্ষেপ করেন। পরে তিনি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লেখেন, ‘এটাই কি এখন স্বাভাবিক হয়ে গেছে?’

ভিডিওটি ভাইরাল হওয়ার পর বহু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী প্রতিক্রিয়া জানান। কেউ বিরক্তি ও অসন্তোষ প্রকাশ করলেও অনেকে ব্যক্তিগত আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেছেন।

অস্ট্রেলিয়ার বেশিরভাগ রাজ্যে জনসমক্ষে প্রস্রাব বা মলত্যাগ আইনত নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। এনডিটিভি জানায়, দক্ষিণ অস্ট্রেলিয়ার যেখানে ঘটনাটি ঘটেছে, সেখানে নির্দিষ্ট টয়লেট এলাকা ছাড়া জনসমক্ষে প্রস্রাব বা মলত্যাগ করলে সর্বোচ্চ প্রায় ২৫০ ডলার জরিমানা হতে পারে।

Comments

Popular posts from this blog

দাঁ’তের গর্ত কেন হয়, আর গর্ত হলে আপনি কী করবেন জেনে নিন

শনিবারের ছুটি বাতিল, খোলা থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠান

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন সাবমিটে নতুন তথ্য