শেখ হাসিনার ফাঁসির আদেশ, প্রতিক্রিয়ায় যা বললেন আইন উপদেষ্টা
সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর সচিবালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।
আইন উপদেষ্টা বলেন, ‘আজ বাংলাদেশের জন্য ঐতিহাসিক দিন। ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’তিনি আরও বলেন, ‘আজ জুলাই গণ-অভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন। এই রায়ের মধ্যদিয়ে আবু সাঈদ, মুগ্ধর আত্মা শান্তি পাবে। আমি এই রায়ে সন্তুষ্ট।’
জুলাই গণহত্যায় রায় ঘোষণার পর সরকারের পরবর্তী পদক্ষেপ নিয়েও তিনি কথা বলেন। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন যে, ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া দ্রুত করতে মোদি সরকারকে আবারও চিঠি দেয়া হবে।
এর আগে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় দেন।
মামলার দুই নম্বর অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়। তবে এক নম্বর অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে।
রায়ে আদালত বলেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধ করেছেন। একইসঙ্গে আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মিলেছে। তবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচন করায় তার অপরাধের সাজা সর্বোচ্চ হলেও সত্য উন্মোচন করায় তার সাজা কম হবে।
Comments
Post a Comment