এসএসসির ৩ বিষয়ের প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজন পরিবর্তন

 

সংশোধিত বিষয়গুলো হলো: বাংলা দ্বিতীয় পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং ফিন্যান্স ও ব্যাংকিং।

রোববার (৫ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০২৬ সালে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র, আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন নিম্নোক্তভাবে সংশোধন করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী:
 
বাংলা দ্বিতীয় পত্র: বাংলা দ্বিতীয় পত্রের রচনামূলক অংশ থেকে অনুবাদ বাদ দেয়া হয়েছে। অনুবাদের জন্য বরাদ্দ থাকা ১০ নম্বর এখন সংবাদ প্রতিবেদনের জন্য বরাদ্দ করা হয়েছে।

আইসিটি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন বাদ দেয়া হয়েছে। এই অংশের জন্য নির্ধারিত ১০ নম্বর বহুনির্বাচনি প্রশ্নের ১৫ নম্বরের সঙ্গে যোগ করে মোট ২৫ নম্বর এখন বহুনির্বাচনি প্রশ্নের জন্য বরাদ্দ করা হয়েছে।

ফিন্যান্স ও ব্যাংকিং: এ বিষয়ে মোট ১৫টি সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন থাকবে। এর মধ্যে ফিন্যান্স অংশ থেকে ৮টি এবং ব্যাংকিং অংশ থেকে ৭টি প্রশ্ন আসবে। শিক্ষার্থীদের যে কোনো একটি বিভাগ থেকে ন্যূনতম ৪টিসহ মোট ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে।
 
দশম শ্রেণির নির্বাচনি পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র, আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে উল্লিখিত প্রশ্ন-কাঠামো এবং নম্বর বিভাজন অনুযায়ী প্রশ্ন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেয়া হয়েছে।

Comments

Popular posts from this blog

জমি খারিজ করেনি যারা, তাদের জন্য বড় তিন সুখবর!

W পজিশনে বাচ্চাকে বসতে দেখলে সাথে সাথে থামাবেন

দাঁ’তের গর্ত কেন হয়, আর গর্ত হলে আপনি কী করবেন জেনে নিন