কুরআন অবমাননা: নর্থ সাউথ শিক্ষার্থী অপূর্ব পালকে গ্রেফতার
কুরআন শরীফ অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী অপূর্ব পালকে শনিবার (৪ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে ভাটারা থানা পুলিশ গ্রেফতার করেছে
শনিবার দুপুরে অভিযুক্ত শিক্ষার্থীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে কুরআন অবমাননার ভিডিও পোস্ট করার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার শাস্তির দাবি ওঠে; একপর্যায়ে রাতে একদল ছাত্র-জনতা তার বাসার নিচে বিক্ষোভ শুরু করলে, পুলিশ তাকে জনতার হাত থেকে রক্ষা করতে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ভাটারা থানার ওসি রাকিবুল হাসান জানিয়েছেন, জনতার মারধরে আহত অপূর্ব পাল বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
Comments
Post a Comment