অবশেষে শাপলা প্রতিক পাচ্ছে এনসিপি

 জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের কাঙ্ক্ষিত নির্বাচনী প্রতীক ‘শাপলা’ পেতে যাচ্ছে। নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে, নতুন নিয়ম ও সমন্বয়ের মাধ্যমে দলটির আবেদনের পরিপ্রেক্ষিতে শাপলা প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।


এ বিষয়ে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন কমিশনকে তাদের অনাপত্তি জানিয়েছে। বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেন, শাপলা প্রতীক প্রদানে তারা আপত্তি রাখেনি।

এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেন, “শাপলা প্রতীক আমাদের দলের রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত। নির্বাচনে এটি শুধু একটি চিহ্ন নয়, এটি জনগণের সঙ্গে দলের সম্পর্কের প্রতীক।”

এনসিপি দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশনের কাছে শাপলা প্রতীক বরাদ্দের জন্য আবেদন জানিয়ে আসছিল। ১১৫টি প্রতীকের সাম্প্রতিক গেজেটে শাপলা প্রতীক অন্তর্ভুক্ত ছিল না। তবে রাজনৈতিক ও প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমে এটি তালিকায় যুক্ত করা হবে।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানিয়েছেন, শাপলা প্রতীক বিতর্কিত হলে এনসিপির নেতারা তার সঙ্গে যোগাযোগ করেন এবং তিনি কোনো আপত্তি রাখবেন না।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, “নির্বাচনী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় তা সরাসরি বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি। তবে বিধিমালা সংশোধনের পর এটি বরাদ্দ দেওয়া সম্ভব হবে।”

এনসিপির নেতারা জানিয়েছেন, তারা অন্য কোনো প্রতীক নিতে রাজি নন এবং শাপলা প্রতীকের জন্য সব প্রস্তুতি সম্পন্ন রাখছে।

Comments

Popular posts from this blog

জমি খারিজ করেনি যারা, তাদের জন্য বড় তিন সুখবর!

W পজিশনে বাচ্চাকে বসতে দেখলে সাথে সাথে থামাবেন

রাজধানীর মণিপুরী এলাকা থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের..