রাতে সাপ হয়ে কামড়ানোর চেষ্টা করে স্ত্রী, প্রশাসনের কাছে অদ্ভূত অভিযোগ স্বামীর

 

ভারতের উত্তর প্রদেশের এক যুবক ম্যাজিস্ট্রেটের কাছে এক অদ্ভূত অভিযোগ করেছেন। তিনি বলেছেন যে, তার স্ত্রী ‘রাতের বেলা সাপ হয়ে যায়’ এবং তাকে কামড়ানোর চেষ্টা করে। যুবকের এমন অভিযোগ কর্মকর্তাদের হতবাক করে দিয়েছে। খবর এনডিটিভির।


প্রতিবেদন মতে, উত্তর প্রদেশের সীতাপুর জেলায় স্থানীয় প্রশাসন ‘সমাধান দিবস’ বলে নিয়মিত একটি বিশেষ সভার আয়োজন করে থাকে, যেখানে নাগরিকরা তাদের বিদ্যুৎ, রাস্তা ও রেশন কার্ডের মতো সমস্যাগুলো সরাসরি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে তুলে ধরতে পারেন।সম্প্রতি এই ‘সমাধান দিবসে’র সভায় বিদ্যুৎ বা রেশন কার্ডের কোনো সমস্যা নয়, নিজের একান্ত ব্যক্তিগত সমস্যা নিয়ে হাজির হন জেলার মাহমুদাবাদ এলাকার লোধসা গ্রামের বাসিন্দা মেরাজ। ম্যাজিস্ট্রেটের কাছে নিজের সমস্যা তুলে ধরে তিনি বলেন, ‘স্যার, আমার স্ত্রী নাসিমুন রাতের বেলা সাপের রূপ ধারণ করে এবং আমাকে কামড়ানোর জন্য তাড়া করে।’
 
মেরাজের অভিযোগ, এভাবে তার স্ত্রী তাকে একাধিকবার হত্যার চেষ্টা করেছে। প্রতিবারই তিনি সময় মতো ঘুম থেকে জেগে উঠে প্রাণ বাঁচান। তার ভাষায়, ‘আমার স্ত্রী আমাকে মানসিকভাবে নির্যাতন করে এবং কোনো এক রাতে ঘুমের মধ্যে সে আমাকে মেরে ফেলতে পারে।’
 
মেরাজ আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদনও জমা দিয়েছেন। সেই আবেদনে নিজের ভোগান্তির কথা বিস্তারিতভাবে তুলে ধরে তিনি প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছেন।
 
 
মেরাজের এই অদ্ভুত অভিযোগ মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়ে। ব্যবহারকারীরা নানা মন্তব্য করতে থাকেন। একজন লিখেছেন, ‘সে কাকে কাকে কামড়াচ্ছে কে জানে!’ অন্য এক ব্যবহারকারী কৌতুক করেছেন, ‘তুমি কি ওর নাগমণি কোথাও লুকিয়ে রেখেছ?’ আবার কেউ মজা করে লিখেছেন, ‘তোমারও উচিত কোবরা হয়ে যাওয়া।’
 
আরেক ব্যবহারকারী সরাসরি বলিউডের প্রসঙ্গ টেনে এনে লিখেছেন, ‘লোকটা খুব ভাগ্যবান, বিবাহিত জীবনে সে শ্রীদেবীকে পেয়েছে।’ এখানে প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর ১৯৮৬ সালের বিখ্যাত সিনেমা নাগিনা’র প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। সেই ছবিতে শ্রীদেবী সাপের রূপ ধরার চরিত্রে অভিনয় করেছিলেন।
 
অভিযোগ হাতে পাওয়ার পর জেলা প্রশাসক ঘটনাটি গুরুত্বের সঙ্গে নেন। তিনি উপবিভাগীয় কর্মকর্তা ও পুলিশ প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। এরই মধ্যে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। 
 
 
পুলিশ জানিয়েছে, তারা বিষয়টিকে মানসিক হয়রানির অভিযোগ হিসেবেও দেখছে। কারণ মেরাজ দাবি করেছেন, তার স্ত্রী ইতিমধ্যেই একবার তাকে কামড় দিয়েছে। শুধু তাই নয়, প্রায়ই রাতে সাপে রূপ নিয়ে তাকে তাড়া করে।

Comments

Popular posts from this blog

জমি খারিজ করেনি যারা, তাদের জন্য বড় তিন সুখবর!

W পজিশনে বাচ্চাকে বসতে দেখলে সাথে সাথে থামাবেন

দাঁ’তের গর্ত কেন হয়, আর গর্ত হলে আপনি কী করবেন জেনে নিন