মাথায় ব্যান্ডেজ, খুলি ফ্রিজে, এখন কেমন আছেন চবি ছাত্র মামুন?
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে গুরুতর আহত হন সমাজতত্ত্ব বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মামুন। তার ব্রেইন হ্যাম্পার হওয়ায় অপারেশন করা হয়েছে। অপারেশনের পর কেবিনে স্থানান্তর করা হলেও মামুনের মাথার ব্যান্ডেজে লেখা ‘হাড় নেই চাপ দিবেন না’।
টানা চারদিন লাইফ সাপোর্ট এবং আইসিইউতে থাকার পর বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মামুনের অবস্থার কিছুটা উন্নতির কথা জানিয়েছেন পার্কভিউ হাসপাতালের জেনারেল ম্যানেজার (জিএম) জিয়াউদ্দিন।
গত ৩১ আগস্ট সংঘর্ষের সময় মামুনের মাথায় ধারালো রামদা, চাপাতি দিয়ে আঘাত করা হয়। গুরুতর অবস্থায় নগরের পার্কভিউ হাসপাতালে আনা হলে ওই রাতে তার অস্ত্রোপচার করে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর অবস্থার কিছুটা উন্নতি হলে আইসিইউতে পাঠানো হয়। পরে তার শারীরিক অবস্থার উন্নতি দেখে বুধবার (৩ সেপ্টেম্বর) হাসপাতালের কেবিনে স্থানান্তর করা হয়।
Comments
Post a Comment