নুরের ওপর হামলার পর আ.লীগ-জাপাসহ ১৪ দলের বিচারে একমত ২২ দল
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার বিচারের দাবিতে বিএনপিসহ ২২টি দলের ঐকমত্য হয়েছে। দলগুলো এখন আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ১৪-দলীয় জোটের বিচার চাইছে। সোমবার (১লা সেপ্টেম্বর) বিকেল ৫টায় গণঅধিকার পরিষদের দলীয় কার্যালয়ে এক সভায় এ বিষয়ে একমত হয় তারা। পরে সোমবার রাতে ২২ দলের যৌথ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত ২২টি রাজনৈতিক দলের সভায় রাজনৈতিক নেতারা নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানান। তারা এ হামলাকে জুলাই বিপ্লবের বিরুদ্ধে গুরুতর ষড়যন্ত্র বলে অভিহিত করেন এবং নিম্নোক্ত সিদ্ধান্ত নেন।
১। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজনৈতিক দলসমূহ ঐক্যবদ্ধ কর্মসূচি নেবে
৩। ফ্যাসিবাদবিরোধী শক্তিসমূহের মধ্যে একতা সংহত করতে হবে।
৪। ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ১৪ দলের বিচার করতে হবে।
৫। নুরুল হক নুরসহ নেতা-কর্মীদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ফ্যাসিবাদবিরোধী শক্তির সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্যসচিব আরিফ সোহেল, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ, গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান, আব্দুজ জাহের, সরকার নুরে এরশাদ সিদ্দিকী, হাবিবুর রহমান রিজু প্রমুখ।
Comments
Post a Comment