স্বামী বিদেশ দশ বছর আর এদিকে স্ত্রী পর'কীয়ায় মগ্ন কিস্তির স্যারের সাথে

 স্ত্রী যার সাথে পরকীয়া করছে তার বিরুদ্ধে আপনি মামলা করতে পারেন ।



বাংলাদেশের আইনে দন্ডবিধি-৪৯৭ ধারায় পরকীয়ার শাস্তির কথা বলা হয়েছে।
এই ধারায় বলা হয়েছে, যদি কোন ব্যক্তি,অপর কোন ব্যক্তির স্ত্রীর সহিত যৌন সঙ্গমে লিপ্ত হয় যা ধর্ষন বলে গন্য নয় তবে সেই ব্যক্তি ব্যভিচারের অপরাধে অপরাধি হিসেবে গন্য হবে। এই ক্ষেত্রে ৫ বছর পর্যন্ত সশ্রম /বিনাশ্রম বা অর্থদন্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে।

তবে এই ক্ষেত্রে স্ত্রীর কোন শাস্তির কথা এই আইনে বলা নেই। স্ত্রী যদি পরকীয়া করে তবে তার স্বামী স্ত্রীর বিরুদ্ধে কোন আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন না।

আইনের ওই বিধান অনুযায়ী স্ত্রী যদি পরকীয়া করে তাহলে স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের সুযোগ নেই। তবে স্ত্রী যার সঙ্গে পরকীয়া করবে তার বিরুদ্ধে স্বামী মামলা করতে পারবে।

তবে এই আইন সংশোধনের জন্য হাইকোর্টে রিট হয়েছে


Comments

Popular posts from this blog

জমি খারিজ করেনি যারা, তাদের জন্য বড় তিন সুখবর!

W পজিশনে বাচ্চাকে বসতে দেখলে সাথে সাথে থামাবেন

দাঁ’তের গর্ত কেন হয়, আর গর্ত হলে আপনি কী করবেন জেনে নিন