ওয়াই-ফাই রাউটার সারারাত চালালে বিদ্যুৎ খরচ কেমন হয়?
বাড়িতে এখন সবাই ওয়াই-ফাই ব্যবহার করেন। দিনরাত ২৪ ঘণ্টাই চালু রাখেন রাউটার। আবার অনেকেই রাতে ঘুমানোর আগে রাউটার বন্ধ করে রাখেন। জানেন কি, সারারাত রাউটার চালু রাখলে কত বিদ্যুৎ খরচ হয়?
বাড়িতে নানান ধরনের বৈদ্যুতিক ডিভাইস ব্যবহার করেন। মাস শেষে বিদ্যুৎ বিল দেখে মাথায় হাত। তাই কোন ডিভাইসে কতটুকু বিদ্যুৎ খরচ হয় জানা থাকলে ব্যবহারে পরিবর্তন আনতে পারবেন। এতে বিদ্যুৎ খরচ কিছুটা হলেও কমানো সম্ভব।
ধরুন আপনার বাড়ির রাউটার মাসে গড়ে ১০ ওয়াট বিদ্যুৎ খরচ করে, তাহলে মোট ২৪×৩০ = ৭২০ ঘণ্টা চলবে মাসে। বিদ্যুৎ খরচ দাঁড়ায়, ১০×৭২০ ওয়াট বা ঘণ্টা=৭,২০০ ওয়াট বা ঘণ্টা। ৭,২০০÷১০০০ ইউনিট=৭.২ ইউনিট।
অনেক কম খরচের ফলে রাতে বন্ধ করে শুয়ে পড়ুন কিংবা চালিয়ে মাসের শেষে বিদ্যুতের বিলে সেভাবে বড় বদল কিছু চোখে পড়বে না আপনার। তবে বিশেষজ্ঞদের মতে ওয়াই-ফাই রাউটার বারবার বন্ধ ও চালু করলে এর কার্যক্ষমতা নষ্ট হতে পারে।
Comments
Post a Comment