আমি গ্রামের সব থেকে সুন্দরী মেয়ে হওয়ার পরেও বিয়ে করেছি গ্রামের কুট-কুটে কালো ছেলেটাকে। ভাবছেন কেন

হাতে সময় থাকলে সম্পূর্ণ লেখাটির ধৈর্য সহকারে পড়ার অনুরোধ থাকবে

শুধুমাত্র মনুষ্যত্ব দেখে।
'আজ থেকে ২বছর আগে আমি যখন কলেজ থেকে বাড়ি ফিরছিলাম এমন মুহূর্তে রাস্তায় আমার পিরিয়ড হয়? 'কি করবো কিচ্ছু বুজতেছিলাম না। চারদিকের মানুষ শুধুমাত্র আমার দিকে তাকিয়ে ছিলো এমন মুহূর্তে এই কালো ছেলেটি (যে বতর্মান আমার স্বামী সে আমার দিকে এগিয়ে এসে বলে)
'আসসালামু ওয়ালাইকুম।
আমার কেনো জানি মনে হচ্ছে আপনি সমস্যা আছেন। যদি কিছু মনেনা করেন তাহলে আপনাকে সাহায্য করতে পারি। 'লজ্জায় কিচ্ছু বলতে পাচ্ছিলাম না। নিশ্চুপ হয়ে ছিলাম।
'সে আবার জিঙ্গেস করলো।
দেখুন লজ্জা পাবেন না আমি বুজতে পেরেছি আপনার সমস্যাটি। কথাটি বলেই তার শরীর থেকে শার্টটি খুলে আমাকে বললো 'শার্টটি আপনার কমরে বাধুন তাহলে কেউ বুজতে পারবে না।
'কথা মতো শার্টটি কমরে বাধলাম।
এর পরে সে আমাকে একটি রিকশা নিয়ে বাসায় পাঠিয়ে দিলো। (সত্যি ছেলেটির কাজটি প্রসংসানিয় ছিলো)
'এর ঠিক এক সপ্তাহ পরে যখন আবার কলেজ থেকে বাসায ফিরছিলাম এমন মুহূর্তে দেখতে পাই, ছেলেটি রাস্তার পাশে সিগারেট খাচ্ছে। 'কাছে গিয়ে জিঙ্গেস করলাম! 'আপনি সিগারেট খান?
'সে আমার দিকে তাকিয়ে বললো। হ্যাঁ খাই। 'আপনি জানেনা সিগারেট খাওয়া ভালো না, সাস্থ্যের জন্যে ক্ষতিকর।
'জানি।
'তাহলে খান কেনো।
'একটা বেঈমান মেয়েকে ভোলার জন্যে।
'মানে। কাহিনী কি।
'আয়েশা নামের একটি মেয়ে ছিলো যার সঙ্গে আমার ৩ বছরের সম্পর্ক ছিলো। কিছুদিন হলো আমাদের ব্রেক-আপ হয়েছে। 'ব্রেক-আপ কেনো হলো? 'আমি কালো এই জন্যে, আমার জন্যে নাকি বন্ধু বান্ধবের সামনে মুখ দেখাতে পারেনা। সবাই তাকে ইনসাল্ট করে।
'ওহ চিন্তা করবেন না সব ঠিক হবে।
আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি? 'এই কালো ছেলের সঙ্গে বন্ধু হয়ে কি করবেন? পরবর্তীতে আবার মুখ দেখাতে পারবেন না। 'সেটা আমার চিন্তা।
এখন যেই প্রস্তাব দিয়েছি সেটার উত্তর দিন।
'হ্যাঁ বন্ধু হলাম এখন থেকে আমার সঙ্গে তুমি করে কথা বলতে হবে। আপনি-আপনি চলবে না।
'ঠিক আছে তুমি।
'এভাবেই আমাদের বন্ধুত্বটা শুরু হয়।
আমরা রোজ দেখা করতাম এবং নিত্য নতুন যায়গাই ঘুরতে যেতাম। খুব অল্প সময়ে দুজন-দুজনের প্রতি আসক্ত হয়ে পরি। কারন একদিন কথা না বলে থাকতে পারতাম না।
'দীর্ঘ ৫/৭মাস পরে আমি নিজে থেকেই হাসিবকে একদিন প্রপোজ করি। হাসিব তোমাকে একটা কথা বলতে চাই।
'হ্যাঁ বলো। 'আমি তোমাকে ভালোবাসি। তোমার সঙ্গে এখন সম্পর্কে যেতে চাই।
'সরি আমি সম্পর্কে যাবো না।
যদি আমাকে ভালোবাসেই থাকো তাহলে সোজা বিয়ে।
'কিন্তু।'কোন কিন্তু না। যদি পারো সোজা বিয়ে। নাহলে এমন বন্ধুত্ব থাক। 'ঠিক আছে বিয়ে। তোমার পরিবারের লোক আমাকে পছন্দ করবে মন হয়না।
'আমি তোমার সঙ্গে থাকবো। ওরা কেনো পছন্দ করতে যাবে হ্যাঁ। 'সরি। এর পরে দুজনে একটি দিন তারিখ ঠিক করে বিয়েটা সম্পুর্ণ করে ফেলি। বিয়ের পরে বাড়িতে অনেক সমস্যা সৃষ্টি হয়।
তবুও হাসিবের হাতটী ছেড়ে দেইনি।
আজ আমাদের বিয়ের প্রায় ৩ বছর হতে যাচ্ছে। কষ্ট জীনিসটা সে আমাকে বুজতে দেয়নি। আর আমিও বুঝতে পারছি না আমি এই কালো ছেলেটার মধ্যেই বা কি পেয়েছি,
'সত্যি বলতে শরীরের রং দিয়ে কাউকে বিবেচনা করা অতি বোকামি। একটি মানুষের মনুষ্যত্বটাই সব।
Inbox থেকে পাওয়া এক বোন পাঠিয়েছে
Comments
Post a Comment