৬ বছরের ছোট্ট নিষ্পাপ শিশু তাসিন… বাবার মৃত্যুর পর মায়ের স্নেহে বড় হচ্ছিল। কিন্তু ভাগ্য যেন তার সাথে নির্মম খেলাই খেলল!
৬ বছরের ছোট্ট নিষ্পাপ শিশু তাসিন… বাবার মৃত্যুর পর মায়ের স্নেহে বড় হচ্ছিল। কিন্তু ভাগ্য যেন তার সাথে নির্মম খেলাই খেলল!
মা দ্বিতীয়বার বিয়ে করার পর সৎ বাবার কাছে থাকতে হয় তাকে। শনিবার সারাদিন মোটরসাইকেলে ঘুরিয়ে নিয়ে যাওয়ার পর রাতে অমানবিকভাবে রাস্তার পাশের পুকুরে ফেলে দেয় সেই সৎ বাবা!
অন্ধকার রাতে পুকুরের পানিতে হাবুডুবু খেতে থাকা তাসিনকে হঠাৎ অটোরিকশার আলোয় দেখতে পান এক পথচারী। আল্লাহর অশেষ রহমতে তিনি দ্রুত শিশুটিকে জীবন্ত উদ্ধার করেন।
খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই শত শত মানুষ ভিড় জমায় শিশুটিকে দেখতে। অসহায় তাসিনের সেই মুহূর্ত যেন পুরো এলাকার হৃদয়কে কাঁপিয়ে দেয়।
আমরা প্রশ্ন রাখি—একজন মানুষ কীভাবে এত নিষ্ঠুর হতে পারে? একটি ৬ বছরের শিশুকে শেষ করতে যায়, অথচ সেই নিষ্পাপ চোখ দুটোতে ছিল শুধু মায়ের মায়ার খোঁজ।
Comments
Post a Comment