নুরাল পাগলের মরদেহ পোড়ানোয় তেল ছিটানো সেই ব্যক্তির পরিচয় জানা গেল
রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলের মরদেহ পোড়ানোর সময় তেল ছিটিয়ে আগুনের শিখা বাড়ানোর অভিযোগে নজরুল ইসলাম নজির (৩৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ সেপ্টেম্বর) ভোরে ফরিদপুর জেলার নগরকান্দা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আকবর শেখের ছেলে এবং নাসের মাতুব্বর পাড়ার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
রাজবাড়ীর পুলিশ সুপার শরীফ আল রাজীব জানিয়েছেন, ভিডিও ফুটেজ দেখে আমরা নিশ্চিত হয়েছি, নুরাল পাগলের মরদেহ পোড়ানোর সময় নজরুল ইসলাম নজির তেল ছিটিয়ে আগুনের শিখা বাড়িয়েছিলেন।
নুরাল পাগলের দরবারে আগুন দেওয়ার ঘটনায় তার ভক্ত রাসেল মোল্লার নিহত হওয়ার পর তার বাবা আজাদ মোল্লা অজ্ঞাতনামা প্রায় ৩,৫০০–৪,০০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে গোয়ালন্দ ঘাট থানায় দায়ের করা মামলায় হত্যাসহ অগ্নিসংযোগ, লাশ পোড়ানো, ক্ষতিসাধন, চুরি ও জখমের অভিযোগ আনা হয়েছে। এই মামলায় ফরিদপুরের নগরকান্দা থেকে নজরুল ইসলাম নজিরকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য আসামিদের শনাক্ত করে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
Comments
Post a Comment