মেয়ে হয়ে পাবলিকলি এমন জিনিস শে"য়া"র করতেও ল^জ্জা লাগছে।

মেয়ে হয়ে পাবলিকলি এমন জিনিস শে"য়া"র করতেও ল^জ্জা লাগছে। আমর বিয়ের দের বছর চলছে। হাজবেন্ড, শাশুড়ী,দেবর, আমি এই ৪ জন থাকি বাসায়। ঢাকা এটা আমার শশুড়ের নিজের বাসা। দেবর বয়সে আমার ছোট। ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়ে।

আমি মাস্টার্স শেষ করলাম এবার। ওরা ছোট থেকেই ঢাকায় থাকে। আমার শাশুড়ী ৩৫-৪০ বছর ধরে ঢাকায় থাকে। তারপরও উনার ভেতর কোনো চেঞ্জ নাই। প্রা"ই"ভেসি বুঝে না। ছুটির দিন, আমি আর আমার হাজবেন্ড শু"য়ে থাকলে, সব সময় তো দরজা আ"ট"কিয়ে রাখা যায় না। মাঝে মাঝে একটু মিশিয়ে দিয়ে শুয়ে থাকলে -"উনি বার বার আসবে, নক না করেই। আবার এসে বারান্দায় যাবে, কিছু শুকাতে দিতে। দিয়ে আবার দরজা পুরোটা খুলে চলে যাবে।"

সকালে বুয়া ঘর মুছতে আসে ৮টায়। ছুটির দিন দরজা খুলে দিয়ে, আবার যদি শু"ই! আমি ডিস্টেন্স মেইনটেইন করি, বুয়া কাজ করে যাওয়ার আগ পর্যন্ত বসে থাকি! বুয়া যদি রুমে ঢুকে? তাই।

কিন্তু বুয়া আসলে নক করে আসে। আমার শাশুড়ী বুয়া আসার আগেই আরও ৪-৫ বার শুধু শুধুই আসবে। আমি মাঝে মাঝে অপ্রস্তুত হয়ে যাই।

এখন আমি প্রে"গ"ন্যান্ট। মাঝে মাঝে জামা কাপড় ঠিক জায়গায় থাকে না। দিনের বেলা যখন শু"ই, একা তখন দরজা মিশিয়ে শু"ই। উনি এসে খু"লে রেখে চলে যাবে।

আমার রুমের সামনে দিয়েই ফ্রিজ খুলা লাগে, ফিল্টার থেকে পানি নেয়া লাগে, দেবর আসে যায়। তা-ও উনার সে^ন্স কাজ করে না।

বার বার উঠে আমার দরজা মিশানো লাগে। আবার একা থাকলে, দরজা আ"ট"কালে বলবে -''কি এমন কাজ করি যে দরজা আ"ট"কানো লাগে?"

উনার রুমের পাশেই ভেসিন, ওয়াশরুম। তারপরও উনি আমার রুমের ওয়াশরুম আর ভেসিন ইউজ করবে। উনার রুমে বারান্দা আছে তা-ও তিনি আমার রুমেরটা-ই ইউজ করবে।

আমার রুমের বারান্দায় এসে বাটি, এটা ওটা শুকাতে দিবে। উনার ছেলে যদি এগুলো বলে যে -"নক করে ঢুকতে!" তাহলে ভু"ল বুঝবে!

উনার স্বামীর বাসা যেহুতু, এখানে উনার অনুমতি নিয়ে ঢুকতে হবে কেন? বাসা তো আর ছেলেরও না, ছেলের বউ এর ও নাহ।

এমনকি মেয়েকে সাথে সাথেই ফোন দিয়ে কান্না-কা/টি করে অভিযোগ করবে, অ"শা"ন্তি করবে। আচ্ছা কিভাবে উনাকে বুঝানো যায়? এই ব্যাপার গুলো? কাকে দিয়ে বলাবো ?😢

>নাম প্রকাশে অনিচ্ছুক এক বোন 
See less

Comments

Popular posts from this blog

জমি খারিজ করেনি যারা, তাদের জন্য বড় তিন সুখবর!

W পজিশনে বাচ্চাকে বসতে দেখলে সাথে সাথে থামাবেন

দাঁ’তের গর্ত কেন হয়, আর গর্ত হলে আপনি কী করবেন জেনে নিন