পরকীয়া বেশ শুকনো ডালে নতুন পাতা গজানোর মতো।
পরকীয়া বেশ শুকনো ডালে নতুন পাতা গজানোর মতো।
কিন্তু এটি অনেকটা মাকাল ফলের মতো। বাইরে থেকে দেখতে ভাল লাগলেও এর ভিতরটা দেখেছেন কখনো না দেখলে দেখে নেবেন ।পরকীয়া করার আগে কতগুলো কথা একটু ভেবে দেখবেন প্রত্যেকে
নারী অথবা পুরুষ-
যাদের লুকিয়ে বাইরে আশ্রয় খুঁজছি, সবাইকে ঠকাচ্ছি, তারাও যদি আমাকে এক ভাবে ঠকায় ঠিক কেমন লাগবে? একটু ভেবে দেখেছেন কি?
নাকে তখন চোরের মায়ের বড় গলার মতন শাসন করবেন?
বাইরে সম্পর্ক রাখতে গেলে তা লুকিয়ে রাখতে হয়। অনেকটা চোরের মতো নিজেকে আড়াল করতে হয়, এত কিছু করে শেষমেশ নিজেকে চোর বানাবেন? চোর চরিত্রহীন হয়ে নিজেকে ক্ষমা করতে পারবেন
?
আপনি ছেলে হন বা মেয়ে নিজের যে সঙ্গীকে বিরক্তিকর ভেবে নতুন কাওকে খুঁজতে চলেছেন, তার বিরক্তিকর রূপগুলো কিন্তু এখনও চোখে পড়েনি।
হয়তো এতদিন তার ভালো রূপটাই আপনি দেখে এসেছেন।
হয়তো সেই রূপটা আরও ভয়ঙ্কর হতে পারে। তখন কিন্তু আর ফিরে আসার পথ পাবেন না।
পরকীয়াআশক্ত হলে সবথেকে বেশি বলির পাঁঠা হয় সন্তানেরা সেই সন্তানদের কাছে এসে আপনি বৃদ্ধ বয়সে চোখে চোখ রেখে কথা বলতে পারবেন?
তারা আপনাকে কেমন চোখে দেখবে প্রশ্ন রয়ে গেল আপনার কাছে?
কেন পরকীয়া করবেন? ভাল লাগলে একটা সম্পর্কের ইতি টেনে আরেকটা সম্পর্কে ঢুকুন। তাকে ভালো না লাগলে আইনমূলকভাবে তাকে জীবন থেকে সরিয়ে দিন তা না করে বাইরে নোং*রামি করাটা আসলেও কি ভালো কাজ।
যে মানুষ সবাইকে লুকিয়ে আপনার সঙ্গে সম্পর্কে জড়াতে পারে যে একবার মিথ্যা বলে তারা দুবার মিথ্যা বলতে দ্বিধা পায় না সে কিন্তু একদিন আপনাকেও লুকিয়ে অনেক কিছু করতে পারে।
সব থেকে বড় বিষয় হল কর্মফল। যা আপনাকে সময় হলেই দেখা দেবে একদিন না একদিন কিন্তু সেটা ভুগতেই হবে।
কারওকে ঠকিয়ে জীবনে কখনও কিছু পাওয়া যায় না। কাউকে ঠকিয়ে গাড়ি বাড়ি হলেও তা ভোগ করা যায় না ভালও থাকা যায় না। তাই আপনিও ভাল থাকবেন না।
পরকীয়া করার আগে একবার ভেবে দেখুন তো নিজের কেউ নিজের বাবা, মা, দিদি দাদা নিজের মেয়ে বোন ভাই ছেলে কারও সঙ্গে যদি এমন ঘটনা ঘটে যা আপনি কারও সঙ্গে ঘটাচ্ছেন কেমন লাগবে?
সম্পর্কে থাকতে ইচ্ছে না হতেই পারে, দিনের পর দিন মিথ্যে না বলে, লুকিয়ে নোংরামি না করে বুক চিতিয়ে সম্পর্কের ইতি করে নতুন সম্পর্কে জড়ান। যাকে নিয়ে নতুন স্বপ্ন দেখছেন তাকে ও নিজেকে কলঙ্কিত করবেন না প্লিজ। পরে যাই হোক না কেন ইতিহাস আপনাদের চোর আর চরিত্রহীনই বলবে। হয়তো আপনার উত্তরশরীরা আপনাকে নোংরা ভাষায় গা*লিগা*লাজ করবে।
লেখায় ভুল ত্রুটি হতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
Comments
Post a Comment