মুফতি আহমদুল্লাহর ই'ন্তেকাল

 

চট্টগ্রাম জামিয়া ইসলামিয়া পটিয়ার শায়খুল হাদিস ও সদরে মুহতামিম আল্লামা হাফেজ মুফতি আহমাদুল্লাহ আজ সকাল ৬:৫৫ মিনিটে চট্টগ্রামস্থ ন্যাশনাল হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (১৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর পীরে কামেল আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।

শোকবার্তায় তিনি বলেন, মুফতি আহমাদুল্লাহ রহ. ছিলেন এ দেশের ইলমি জগতে এক উজ্জ্বল নক্ষত্র। তিনি দীনের খেদমতে আজীবন নিবেদিত থেকেছেন। আলেম সমাজের কাছে তিনি ছিলেন সম্মানিত মুরব্বি ও পথপ্রদর্শক। তাঁর ইন্তেকালে দেশবাসী এক প্রাজ্ঞ আলেমকে হারাল।

পীর সাহেব মধুপুর আরও বলেন, আমরা গভীরভাবে শোকাহত। তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন এবং শোকাহত পরিবার, ছাত্র ও শুভানুধ্যায়ীদের সবরে জামিল দান করুন।

Comments

Popular posts from this blog

জমি খারিজ করেনি যারা, তাদের জন্য বড় তিন সুখবর!

W পজিশনে বাচ্চাকে বসতে দেখলে সাথে সাথে থামাবেন

দাঁ’তের গর্ত কেন হয়, আর গর্ত হলে আপনি কী করবেন জেনে নিন