টিউশনি ছেড়ে উদ্যোক্তা, ৭ হাজার টাকা পুজি দিয়ে এক মাসেই লাখপতি

 

Dental-এ পড়াশোনার পাশাপাশি টিউশনি করাতেন বৃষ্টি ….। তবে করোনা মহামােরিতে টিউশনি ছেড়ে কুমিল্লায় চলে যেতে বাধ্য হয়েছেন তিনি। বাসায় বসে বসে অলস সময় কাটছিল তার। উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতে থাকেন তিনি। দেড় বছর আগে হাতে তৈরি গহণা দিয়ে ব্যবসা শুরু করেন বৃষ্টি।

কিন্তু পড়াশোনার প্রেশার ও সঠিক Marketing এর অভাবে সেটা আর চালিয়ে যেতে পারেননি। এবার করেনা মাহামারিতে লকডাউনের মাঝেই ঘুরে দাঁড়িয়েছেন বৃষ্টি। ই-কমার্স কার্যক্রমে সম্পৃক্ত হন বৃষ্টি দেব।

চলতি বছরের জুলাই মাসে ৭৫০০ টাকায় ব্যবসা শুরু করেন তিনি । ৬ মাসের মাথায় তিনি লাখপতি হয়ে গেছেন। এই অল্পদিনে তিনি সোয়া ৩ লাখ টাকার পণ্য বিক্রি করেছেন। তার পণ্যের মধ্যে এখন সর্বোচ্চ বিক্রি হচ্ছে খাদি ব্লেজার। অল্প কয়েকদিনে এই একটি পণ্যই তিনি প্রায় লাখ টাকা বিক্রি করেছেন।

বৃষ্টি দেব বলেন, “কুমিল্লার মেয়ে তাই কাজ করছি কুমিল্লার বিখ্যাত খাদি ও বাটিক নিয়ে। আমি (বেদত্রয়ী-Bedotrayee) এর সত্ত্বাধিকারী। দেশীয় পণ্য দিয়ে স্বপ্ন জয় করতে চাই।”

বৃষ্টি জানালেন, “আমার প্রধান পন্য খাদিতে বিভিন্ন ফিউশন। যেমন- নিজের ডিজাইনে করা খাদি কুর্তি ও কাপল সেট ক্রেতাদের নজর কেড়েছে। সবচেয়ে বেশি বিক্রিত প্রোডাক্ট খাদি ব্লেজার। আশা করছি ব্যতিক্রমী এই ব্লেজার দিয়ে আমি আমার লক্ষ পূরণ করতে পারব।”

তার উদ্যোক্তা হওয়ার পেছনে উইমেন এন্ড ইকমার্স ফোরাম (WE) বিশেষ ভূমিকা পালন করেছে বলে উল্লেখ করেন বৃষ্টি।

বৃষ্টি বলেন, “ই-কমার্স ব্যবসার মাধ্যমে পড়াশোনার খরচের পাশাপাশি আমি এখন পরিবারকেও সাপোর্ট দিচ্ছি। চাকরির পেছেন না ঘুরে উদ্যোক্তা হওয়াকেই তিনি বেশি প্রায়োরিটি দিচ্ছি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার।”

তথ্যসূত্রঃ ডেইলিক্যাম্পাস২৪.

Comments

Popular posts from this blog

জমি খারিজ করেনি যারা, তাদের জন্য বড় তিন সুখবর!

W পজিশনে বাচ্চাকে বসতে দেখলে সাথে সাথে থামাবেন

দাঁ’তের গর্ত কেন হয়, আর গর্ত হলে আপনি কী করবেন জেনে নিন