হারানো জমির দলিলও খুঁজে পাবেন যেভাবে

 

হারিয়ে যাওয়া বা শত বছরের পুরোনো জমির দলিল এখন আর দালালের মাধ্যমে তুলতে হবে না। সরকারের নতুন উদ্যোগে নাগরিকরা চাইলে খুব সহজেই সাব-রেজিস্ট্রি অফিস, জেলা রেকর্ড রুম অথবা ন্যাশনাল আর্কাইভ থেকে সার্টিফাইড কপি সংগ্রহ করতে পারবেন।

দলিল হারালে প্রথমে নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। এরপর সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিসে যোগাযোগ করে দলিলের কপি তোলা সম্ভব। পাঁচ বছরের বেশি পুরোনো দলিল জেলা রেকর্ড রুমে পাওয়া যাবে, আর শত বছরের পুরোনো দলিল ন্যাশনাল আর্কাইভে সংরক্ষিত আছে।

কিছু জেলায় ইতোমধ্যে পুরোনো দলিল স্ক্যান করে অনলাইনে সংরক্ষণ করা হয়েছে। সেসব অঞ্চলের মানুষ মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করে সহজেই সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন।

যদি কোনোভাবেই দলিল পাওয়া না যায় বা কেউ ইচ্ছাকৃতভাবে গায়েব করে, তাহলে অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে সিভিল কোর্টে মামলা (ডিক্লারেশন স্যুট) করে দলিলের অস্তিত্ব প্রমাণ করা এবং আদালতের মাধ্যমে কপি সংগ্রহ করা সম্ভব।

Comments

Popular posts from this blog

জমি খারিজ করেনি যারা, তাদের জন্য বড় তিন সুখবর!

W পজিশনে বাচ্চাকে বসতে দেখলে সাথে সাথে থামাবেন

দাঁ’তের গর্ত কেন হয়, আর গর্ত হলে আপনি কী করবেন জেনে নিন