বিজয় থালাপতির র‍্যালিতে পদদলিত হয়ে নিহত ৩১

 

ভারতের তামিলনাড়ুতে অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতির র‍্যালিতে পদদলিত হয়ে ৩১ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে ৫০ জনকে কারুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।। এর মধ্যে শিশু রয়েছে তিনজন। শনিবার (২৭ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদ মাধ্যমের বরাতে এ তথ্য জানা যায়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর দ্য হিন্দু

ভারতীয় গণমাধ্য দ্য হিন্দু তথ্যানুযায়ী, বিশৃঙ্খল পরিস্থিতির কারণে বিজয় থালাপতি তার বক্তৃতা সংক্ষিপ্ত করেন এবং পদদলিত হওয়া মানুষকে সহায়তার জন্য পুলিশের কাছে আহ্বান জানান।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দেয়া তথ্যানুযায়ী, থালাপতির রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) এর সমর্থকরা ছয় ঘন্টারও বেশি সময় ধরে তার জন্য অপেক্ষা করেছিলেন। অপেক্ষা শেষে বিজয় যখন রোডশোতে পৌঁছান তখন ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এসময় পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এ ঘটনার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন। সেই সঙ্গে তিনি মন্ত্রীদের করুরে যাওয়ার নির্দেশনা দিয়েছেন এবং জেলা কর্তৃপক্ষকে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।


Comments

Popular posts from this blog

জমি খারিজ করেনি যারা, তাদের জন্য বড় তিন সুখবর!

W পজিশনে বাচ্চাকে বসতে দেখলে সাথে সাথে থামাবেন

দাঁ’তের গর্ত কেন হয়, আর গর্ত হলে আপনি কী করবেন জেনে নিন