অনানুষ্ঠানিক ফলাফলে ভিপি জিএস পদে এগিয়ে আছেন যারা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা এখনো শেষ হয়নি। ভোট গ্রহণ শেষ হওয়ার ৩৮ ঘণ্টা পার হলেও ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারেনি নির্বাচন কমিশন। সর্বশেষ সাতটি হলের অনানুষ্ঠানিক ফলাফল পাওয়া গেছে, যেখানে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু ও ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ আরিফের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এছাড়াও জিএস পদে এগিয়ে আছেন ছাত্রশিবির মনোনীত প্যানেলের মো. মাজহারুল ইসলাম এবং এজিএস পদে এগিয়ে আছেন ফেরদৌস।
সাত হলের অনানুষ্ঠানিক ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু ও ছাত্রশিবির সমর্থিত প্রার্থী আরিফের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ১০ নম্বর হলে জিতু পেয়েছেন ১৬২ ভোট, আরিফ পেয়েছেন ১২২ ভোট এবং উজ্জ্বল পেয়েছেন ৪২ ভোট। বঙ্গমাতা হলে জিতু পেয়েছেন ৮৯ ভোট, আরিফ পেয়েছেন ৮১ ভোট। এমএমএইচ হলে জিতু পেয়েছেন ১১১ ভোট আর আরিফের প্রাপ্ত ভোট ১১৬। ফজিলতুন্নেছা হলে জিতু এগিয়ে আছেন ২৫২ ভোট নিয়ে, আরিফ পেয়েছেন ৯৫ ভোট।এবারের জাকসু নির্বাচনে ১১ হাজার ৭৫৯ জন ভোটারের মধ্যে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন এবং যুগ্ম সম্পাদক (এজিএস) পদে ১৬ জন প্রার্থী রয়েছেন। নারী প্রার্থীর সংখ্যা ৬।
Comments
Post a Comment