মুক্তিযোদ্ধা কোটায় নাতি-নাতনিদের ভর্তির সুযোগ নেই, আবেদন বাতিলের নির্দেশ
একাদশ শ্রেণিতে ভর্তির সময় মুক্তিযোদ্ধা কোটায় নাতি-নাতনিদের আবেদন বাতিলের নির্দেশনা দেওয়া হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ নির্দেশনা দিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মুক্তিযোদ্ধা কোটায় আবেদনের সতর্কতা দিয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বরাত দিয়ে বোর্ড সূত্র জানিয়েছে, এ কোটায় কেবল বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান আবেদন করতে পারবেন। কিন্তু অনেক শিক্ষার্থী নাতি-নাতনি পরিচয়ে এই কোটায় আবেদন করেছে। তাদেরকে সংশোধনে নতুন করে আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ভর্তি প্রক্রিয়ায় জটিলতা তৈরি হলে বোর্ড কোনো দায় নেবে না বলেও সতর্ক করা হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ঢাকা শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান ড. খন্দোকার এহসানুল কবিরের রোববার সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
Comments
Post a Comment