জামায়াতে যোগ দিলেন যুবদলের ৬ নেতাকর্মী
সাতক্ষীরার কালিগঞ্জে যুবদলের ছয় নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তারা সবাই উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বাসিন্দা।
রোববার (১৭ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে কৃষ্ণনগর ইউনিয়ন জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তারা।
মানপুর গ্রামের মাস্টার মোহাম্মদ আলীর ছেলে ৭ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি সালাহউদ্দীন মাহমুদের নেতৃত্বে ছয় নেতাকর্মী জামায়াতে যোগ দেন। জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা যুবদল থেকে জামায়াতে যোগদান করেছেন বলে তাৎক্ষণিকভাবে জানা
কৃষ্ণনগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইউপি সদস্য জামাল ফারুকের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি সহকারী অধ্যাপক মোজাম্মেল হক, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী, তালিমুল কুরআন বিভাগের সেক্রেটারি মাওলানা নূরুজ্জামান হাবিবী, উপজেলা মানবসম্পদ বিভাগের সেক্রেটারি মাস্টার মো. ইউসুফ আলী প্রমুখ।
Comments
Post a Comment