মাছের গায়ে আরবিতে লেখা আল্লাহু, এলাকাজুড়ে চাঞ্চল্য

 

গায়ে আরবিতে আল্লাহ লেখা একটি সিলভারকার্প মাছ কুড়িগ্রামের রাজারহাটের এক পুকুরে ধরা পড়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাছটি দেখতে ভিড় করছেন উৎসুক মানুষ।

আজ রবিবার সকালে উপজেলার চাকিরপশার ইউনিয়নের তালুক নাককাটি গ্রামের রফিকুল ইসলামের পুকুরে জাল ফেললে মাছটি ধারা পড়ে।

স্থানীয়রা জানান, পুকুরে ধরা পড়া কয়েকটি মাছ রান্নার জন্য বাড়িতে নেওয়া হয়। মাছটি কাটার সময় একটি সিলভারকার্প মাছের গায়ে আরবি অক্ষরে আল্লাহু লেখা দেখা যায়। প্রথমে বাড়ির লোকজন, পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা মাছটি দেখতে ভিড় জমান।

পুকুর মালিক রফিকুল ইসলামের স্ত্রী নুরেজা বেগম বলেন, ‘পুকুরে আমার চাচাতো ভাই মাছ চাষ করত। সে মাছ তুলে সকালে বাড়িতে দিয়ে গেছে। আমি মাছ কাটতে গিয়ে দেখি মাছের গায়ে আল্লাহু লেখা। পরে আর মাছটি কাটিনি। মাছটি স্থানীয় এক মাদরাসার হুজুর নিয়ে গেছে।’

কুড়িগ্রামের আল্লামা ফজলুল করীম রহ. জামিয়া ইসলামীয়া মাদরাসার মুফতি মো. আল আমিন বলেন, ‘আল্লাহ রাব্বুল আলামীন অনেক কিছু সৃষ্টি করেছেন। দেখবেন মাঝে মধ্যেই গাছের মধ্যেও আল্লাহু লেখা দেখা যায়। আজ যেমন মাছের গায়ে আল্লাহু লেখা দেখা গেলো, সবই আল্লাহ পাকের নিদর্শন।’

Comments

Popular posts from this blog

জমি খারিজ করেনি যারা, তাদের জন্য বড় তিন সুখবর!

W পজিশনে বাচ্চাকে বসতে দেখলে সাথে সাথে থামাবেন

দাঁ’তের গর্ত কেন হয়, আর গর্ত হলে আপনি কী করবেন জেনে নিন