নদীতে কচুরিপানায় আটকা ২ ভাই, এরপর যা ঘটল
কিশোরগঞ্জে আত্মহত্যার চেষ্টা করা ছোট ভাইকে বাঁচাতে গিয়ে কচুরিপানায় আটকে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির শিকার হন বড় ভাইও। শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযানে প্রাণে বাঁচেন দুই ভাই।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে গুরুদয়াল সরকারি কলেজের পাশে নরসুন্দা নদীতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ খালিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সাকিব আত্মহত্যার উদ্দেশ্যে নরসুন্দা নদীতে ঝাঁপ দেন। তাকে বাঁচাতে বড় ভাই শাকিলও পানিতে নামেন। কিন্তু নদীতে প্রচুর কচুরিপানা থাকায় দুজনেই তাতে জড়িয়ে পানির নিচে আটকে পড়েন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে দুই ভাইকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বিজ্ঞাপন
স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ খালিদ বলেন, নদীতে বিপুল কচুরিপানা ও আবর্জনা থাকায় উদ্ধার অভিযানে হিমশিম খেতে হয়েছে। অর্ধ-ঘণ্টার প্রাণপণ চেষ্টার পর আমরা দুই ভাইকে জীবিত উদ্ধার করতে সক্ষম হই।
তিনি আরও বলেন, নরসুন্দা নদী এখন কচুরিপানা ও আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। দ্রুত নদী খনন ও পরিষ্কার না করলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।উদ্ধার হওয়া দুই ভাই হলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়া এলাকার বাসিন্দা সাকিব (২৫) ও তার বড় ভাই শাকিল (৩০)।
Comments
Post a Comment