কেজিতে ১০ টাকা কমছে পেঁয়াজের দাম
ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দুইদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশি পেঁয়াজ কেজি প্রতি ১০ টাকা কমেছে। বর্তমানে দেশি পেঁয়াজ ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত দুইদিন আগেও বিক্রি হয়েছিল ৮০ টাকা কেজি দরে। পেঁয়াজ আমদানি হওয়াতে মোকামে কমতে শুরু করেছে দাম বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে হিলির বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা রাকিবুল হাসান বলেন, হিলির ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করে থাকে। কারণ ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরেই কেজি প্রতি ১০ টাকা দাম কমে গেছে। বর্তমানে দেশি পেঁয়াজ ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা ১০ থেকে ১৫ দিন আগেই কেজি প্রতি পেঁয়াজ কিনছিলাম ৪৫ থেকে ৫০ টাকা দরে। নিয়মিত বাজার মনিটরিং না করার কারণেই দেশের বাজারের এই অবস্থা, যে যার মত করে বাজারের নিত্য-পণ্যের দাম বসিয়ে বিক্রি করছে। সরকারের কাছে অনুরোধ করছি নিয়মিত বাজার মনিটরিং করা হোক, তাহলে বাজার নিয়ন্ত্রণে চলে আসবে।
Comments
Post a Comment