কেজিতে ১০ টাকা কমছে পেঁয়াজের দাম

 ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দুইদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশি পেঁয়াজ কেজি প্রতি ১০ টাকা কমেছে। বর্তমানে দেশি পেঁয়াজ ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত দুইদিন আগেও বিক্রি হয়েছিল ৮০ টাকা কেজি দরে। পেঁয়াজ আমদানি হওয়াতে মোকামে কমতে শুরু করেছে দাম বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। 


শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে হিলির বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। 

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা রাকিবুল হাসান বলেন, হিলির ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করে থাকে। কারণ ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরেই কেজি প্রতি ১০ টাকা দাম কমে গেছে। বর্তমানে দেশি পেঁয়াজ ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা ১০ থেকে ১৫ দিন আগেই কেজি প্রতি পেঁয়াজ কিনছিলাম ৪৫ থেকে ৫০ টাকা দরে। নিয়মিত বাজার মনিটরিং না করার কারণেই দেশের বাজারের এই অবস্থা, যে যার মত করে বাজারের নিত্য-পণ্যের দাম বসিয়ে বিক্রি করছে। সরকারের কাছে অনুরোধ করছি নিয়মিত বাজার মনিটরিং করা হোক, তাহলে বাজার নিয়ন্ত্রণে চলে আসবে। 

হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ী শাকিল মাহমুদ বলেন, বৃহস্পতিবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে। এর কারণে মোকামে দেশি পেঁয়াজের দাম কমেছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। আমরা আশা করছি আগামী রোববারে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলসিকৃত পেঁয়াজ আমদানি হবে। পেঁয়াজ আমদানি হলে দেশি পেঁয়াজের দাম আরও কমে আসবে বলেও জানান তিনি।

Comments

Popular posts from this blog

জমি খারিজ করেনি যারা, তাদের জন্য বড় তিন সুখবর!

W পজিশনে বাচ্চাকে বসতে দেখলে সাথে সাথে থামাবেন

দাঁ’তের গর্ত কেন হয়, আর গর্ত হলে আপনি কী করবেন জেনে নিন