আওয়ামী লীগের জন্য ১৪ দলীয় জোট এখন আর কতটা প্রয়োজনীয়?

 বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গত পাঁচ বছরের মধ্যে দ্বিতীয় বারের মতো দীর্ঘদিনের জোট সঙ্গী ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বুধবার সন্ধ্যায়। এ বৈঠকে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিসহ আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে আলোচনা হবে বলে আশ করছেন জোট নেতাদের অনেকে


এ জোটের বৈঠক এমন সময় হতে যাচ্ছে, যখন আগামী নির্বাচন নিয়ে আন্তর্জাতিক চাপের পাশাপাশি দেশের ভেতরেও ‘সরকারের পদত্যাগের এক দফা’ দাবিতে ধারাবাহিক আন্দোলনের নানা কর্মসূচি পালন করছে বিএনপিসহ বিরোধী দলগুলো।



এমন প্রেক্ষাপটে ১৪ দলের নেতাদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ বলছেন আওয়ামী লীগের নেতারা। যদিও ১৪ দলের মধ্যে মাত্র চারটি দলের সংসদে প্রতিনিধিত্ব আছে এবং বেশিরভাগ দলেরই ভোটের পরিসংখ্যানে খুব একটা শক্ত অবস্থান দেখা যায় না।


বিএনপি ও সমমনা দলগুলো ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে যে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য বর্তমান সরকারের পদত্যাগের পর একটি নির্দলীয় সরকার ছাড়া অন্য কিছু তারা গ্রহণ করবেন না।


অন্যদিকে আওয়ামী লীগও পাল্টা বলেছে যে শেখ হাসিনা সরকারের অধীনেই তারা নির্বাচন করবে এবং এটি ছাড়া আর কিছু তারাও গ্রহণ করবে না।

Comments

Popular posts from this blog

জমি খারিজ করেনি যারা, তাদের জন্য বড় তিন সুখবর!

W পজিশনে বাচ্চাকে বসতে দেখলে সাথে সাথে থামাবেন

দাঁ’তের গর্ত কেন হয়, আর গর্ত হলে আপনি কী করবেন জেনে নিন