স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন রাশেদ খান
শুক্রবার রাতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা হয়েছে। এই ঘটনায় লজ্জা থাকলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন দলের সাধারন সম্পাদক রাশেদ খান।
আজ শনিবার দুপুরে ঢাকা মেডিকেলে নুরকে দেখতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি দাবি করেন, ‘ডিজিএফআইয়ের সঙ্গে জাতীয় পার্টির আতাত চলছে। ডিজিএফআই জাতীয় পার্টিকে বিরোধী দল বানাতে চায়।’
রাশেদ খান বলেন, ‘নুরুল হক নুরের ওপর হামলা চালিয়েছে সেনাবাহিনী। সেসব সেনাসদস্য হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থার নেওয়া জন্য সেনাপ্রধানের প্রতি আহ্বান।’
গণঅধিকার পরিষদ গতকাল জাতীয় পার্টির অফিসে হামলা করতে যায়নি বলেও দাবি করেন রাশেদ খান। তিনি বলেন, ‘পুলিশ ও সেনাবাহিনী গণঅধিকার পরিষদের অফিসের সামনে এসে হামলা করে।’
নুরকে হত্যার উদ্দেশে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি। রাশেদ বলেন, ‘এর দায় কোনোভাবেই সেনাপ্রধান ও স্বরাষ্ট্র উপদেষ্টা এড়াতে পারেন না। লজ্জা থাকলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।
Comments
Post a Comment