ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা প্রশ্নে যে জবাব দিলেন উপদেষ্টা রিজওয়ানা

 

নির্বাচন আগে সংস্কার ও নতুন সংবিধানের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল সোচ্চার হয়েছে। এ অবস্থায় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে।
ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এটা রাজনৈতিক বক্তব্য বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। ফাইল ছবি
ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এটা রাজনৈতিক বক্তব্য বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক

তবে সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতেই নির্বাচন করার কথা বলা হচ্ছে। তেমন নির্দেশনাও দেয়া হয়েছে প্রতিটি প্রতিষ্ঠান ও সংস্থাকে।

এরই ধারাবাহিকতায় প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।পরিবেশ উপদেষ্টা বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এটি কোনো একটি রাজনৈতিক দলের বক্তব্য। কিন্তু প্রধান উপদেষ্টার ঘোষিত সময় আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

এ সময় সৈয়দা রিজওয়ানা হাসান জানান, আগামী জানুয়ারি থেকে চীনের সঙ্গে তিস্তা মহা প্রকল্পের কাজ শুরু হবে। ১০ বছরের জন্য প্রকল্প নেয়া হবে। নদী ভাঙন, বন্যা নিয়ন্ত্রণ এবং শুষ্ক মৌসুমে পানি ধরে রাখাই প্রকল্পের বড় লক্ষ্য।

প্রসঙ্গত, সম্প্রতি জাতীয় যুব শক্তির কাউন্সিলে অংশ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন সংস্কার ও নতুন সংবিধান বাস্তবায়ন ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। একই অনুষ্ঠানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামও একই রকমের ইঙ্গিত দেন। এছাড়া জামায়াতও ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সহমত নয়। সব মিলিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, তা নিয়ে রাজনৈতিক অঙ্গণে আলোচনা চলছে।

Comments

Popular posts from this blog

জমি খারিজ করেনি যারা, তাদের জন্য বড় তিন সুখবর!

W পজিশনে বাচ্চাকে বসতে দেখলে সাথে সাথে থামাবেন

দাঁ’তের গর্ত কেন হয়, আর গর্ত হলে আপনি কী করবেন জেনে নিন