মধ্যরাতে মিশনে মিশনে ঢাকার ফোন, জানা গেল আসল কারণ

 

প্রেসিডেন্টকে অপসারণের গুঞ্জন আরও ডালপালা মেলেছে। বিদেশস্থ কূটনৈতিক মিশনগুলো থেকে চটজলদি প্রেসিডেন্টের ছবি নামানোর নির্দেশ দিয়েছে ঢাকা। মধ্যরাতে সেগুনবাগিচার তরফে ওই মৌখিক নির্দেশনা যায় ওয়াশিংটন, দিল্লি, বেইজিং রিয়াদসহ দুনিয়াজুড়ে থাকা বাংলাদেশ মিশনগুলোর দায়িত্বপ্রাপ্তদের কাছে।

সেই সঙ্গে স্ট্যান্ডিং অর্ডারটি বাস্তবায়নে অঞ্চলভিত্তিক তদারক কর্মকর্তাও নিয়োগ দেয়া হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে। মধ্যরাতে প্রতিবেশি একটি দেশের মিশন এবং তার আগে সেগুনবাগিচা থেকে প্রেসিডেন্টের ছবি সরানো হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

সূত্র মতে, অন্তর্বর্তীকালীন সরকারের এই নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে চ্যান্সারি কমপ্লেক্স, মিশন প্রধানের বাড়ি এবং মিটিং রুমে এখন আর কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের ছবি থাকবে না।

সূত্র: মানবজমিন

Comments

Popular posts from this blog

জমি খারিজ করেনি যারা, তাদের জন্য বড় তিন সুখবর!

W পজিশনে বাচ্চাকে বসতে দেখলে সাথে সাথে থামাবেন

দাঁ’তের গর্ত কেন হয়, আর গর্ত হলে আপনি কী করবেন জেনে নিন