কি হয়েছে মির্জা ফখরুলের যে তথ্য দিলেন ডা. জাহিদ

 

চিকিৎসকদের অনুমতি পেয়ে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২০ আগস্ট) দুপুর ২টায় গুলশানের বাসায় ফেরেন তিনি।

তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

ডা. জাহিদ বলেন, ‘গুলশানের ইউনাইটেড হাসপাতালে বিএনপি মহাসচিবের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। অধ্যাপক ডা. মোমিনুজ্জামানের অধীনে তিনি চিকিৎসাধীন ছিলেন। এখন মহাসচিবের অবস্থা স্টেবল। উনি শারীরিকভাবে সুস্থ আছেন, ভালো আছেন।’

ডা. জাহিদ আরও বলেন, ‘লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি মহাসচিবের হাসপাতালে ভর্তির সংবাদ শুনেই উনার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন।

এর আগে মঙ্গলবার (১৯ আগস্ট) গভীর রাতে গুলশানের বাসায় হঠাৎ অসুস্থ বোধ করলে দ্রুত মির্জা ফখরুলকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Comments

Popular posts from this blog

জমি খারিজ করেনি যারা, তাদের জন্য বড় তিন সুখবর!

W পজিশনে বাচ্চাকে বসতে দেখলে সাথে সাথে থামাবেন

দাঁ’তের গর্ত কেন হয়, আর গর্ত হলে আপনি কী করবেন জেনে নিন