চালক গিয়েছিলেন টয়লেটে, প্রাইভেট কার চালাচ্ছিলেন যাত্রী
মুন্সীগঞ্জের মাওয়ায় ঢাকা থেকে প্রাইভেট কার ভাড়া নিয়ে ঘুরতে গিয়েছিলেন চার যাত্রী। বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে চালক প্রাইভেট কার যাত্রীসহ রাস্তায় রেখে টয়লেটে গেলে চালককে রেখেই যাত্রীদের একজন প্রাইভেট কার চালিয়ে ঢাকার দিকে ফিরছিলেন।
এ সময় গাড়িতে বসে ছিলেন আরও তিন যাত্রী। পরে দ্রুতগতি আর চাকা পাংচার হয়ে গাড়িটি উল্টে গেলে ঘটনাস্থলেই নিহত হন দুইজন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন।
নিহতরা হলেন- প্রাইভেট কারের যাত্রী রাইসা আক্তার (২০), আরমান হোসেন (২৫) ও তানজিল (২৫)। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেট কারের আরেক যাত্রী রবিন হোসেন। তার বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়।
শ্রীনগর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আব্দুল কাদির জিলানী বলেন, হতাহত ব্যক্তিরা প্রাইভেট কারটি ভাড়া নিয়ে ঢাকা থেকে মাওয়ায় ঘুরতে এসেছিলেন। পরে প্রাইভেট কার চালক টয়লেটে গেলে যাত্রীদের একজন প্রাইভেট কারটি চালিয়ে ঢাকায় ফিরছিলেন। ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি।
Comments
Post a Comment