বিরল প্রজাতির বুনো ছাগল উদ্ধার, দেখতে জনতার ভিড়

 

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জের ডলুরা এলাকায় বিরল প্রজাতির একটি বুনো ছাগল উদ্ধার করেছে এলাকাবাসী। ছাগলটি ধোপাজান চলতি নদী থেকে উদ্ধার করা হয়। যার ওজন ৫০ কেজি। পরে বুনো ছাগলটিকে একনজর দেখতে বিভিন্ন এলাকার মানুষ ভিড় জমায়।

গত মঙ্গলবার ধোপাজান চলতি নদীতে হরিণ সদৃশ একটি বুনো ছাগল দেখতে পান স্থানীয়রা। তারা হরিণ মনে করে ছাগলটিকে উদ্ধার করেন। পরে বুঝতে পারেন এটি হরিণ নয়।

তবে এর অবয়ব অনেকাংশেই হরিণের মতো। পরে স্থানীয়রা এটিকে ডলুরা বিজিবি ক্যাম্পে নিয়ে যান। রাতেই বিশ্বম্ভরপুর পুলিশ ও বিজিবি সুনামগঞ্জ বন বিভাগের কাছে ছাগলটি হস্তান্তর করে।

সুনামগঞ্জ বনবিভাগের অতিরিক্ত দায়িত্ব থাকা সহকারী বনসংরক্ষক মোহাম্মদ নাজমুল আলম বলেন, বুনো ছাগলটি ‘আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন)’-এ বিশ্বে বিপন্ন প্রজাতির প্রাণী হিসেবে তালিকাভুক্ত। ছাগলটিকে (রেড সেরো) মৌলভীবাজার লাউয়াছড়া রেসকিউ সেন্টারে হস্তান্তর করা হয়েছে। এটি রাজকান্দি রিজার্ভ ফরেস্টে ছেড়ে দেওয়া হবে।

Comments

Popular posts from this blog

জমি খারিজ করেনি যারা, তাদের জন্য বড় তিন সুখবর!

W পজিশনে বাচ্চাকে বসতে দেখলে সাথে সাথে থামাবেন

দাঁ’তের গর্ত কেন হয়, আর গর্ত হলে আপনি কী করবেন জেনে নিন