স্টেশনে তরুণীকে গলা কেটে হত্যা, ঘাতক প্রেমিক হাতেনাতে ধরা
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে শ্যামলী খাতুন (২৮) নামে এক তরুণীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ সময় ঘাতক প্রেমিক মো. সুজনকে (৪০) আশপাশের লোকজনের সহায়তায় হাতেনাতে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে ঢাকা রেলওয়ে পুলিশের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (২৫ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে মো. সুজন তার কথিত প্রেমিকা শ্যামলী খাতুনকে ধারালো চাকু দিয়ে মুখমণ্ডল ও গলায় উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করে। পরে পালানোর সময় ঘটনাস্থল থেকে ঘাতক সুজনকে তাৎক্ষণিকভাবে উপস্থিত জনতার সহায়তায় গ্রেপ্তার করে পুলিশ। পরে ভিকটিমকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Comments
Post a Comment