ছাদ থেকে ফেলা সেই শিবির নেতা কেমন আছেন

 

স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ছাদ থেকে ফেলে দেওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী বেঁচে আছেন। রবিবার (৩১ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন ওই শিক্ষার্থী নিজেই।জানা গেছে, আহত ওই শিক্ষার্থীর নাম মো. রাজিউর রহমান রাজু। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও কলা অনুষদ শাখার শিবিরের সাথী। তিনি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গা উপজেলার সনগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

ফেসবুক পোস্টে ওই শিক্ষার্থী লেখেন, আলহামদুলিল্লাহ! সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামীন এর জন্য, যিনি আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনে নতুন জীবন দান করেছেন। জীবনের এই ৪টা ঘণ্টা সারাজীবন মনে থাকবে। বাবা-মায়ের দোয়ায় ও সকলের সহযোগিতায় আমি নিরাপদে জীবন ফিরে পেয়েছি।

তিনি লেখেন, নিজের মা সাথে উপস্থিত না থাকলেও, আল্লাহ আরো এক মা আমার কাছে পৌঁছায় দিয়েছিলেন। তাই হয়তো বেঁচে গেছি। সেই মা আর ছোটভাইকে সারা জীবন মনে রাখব। অনেকেই অনলাইন-অফলাইনে মেসেজ, কল করে আমার খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু আমি আপনাদের রেসপন্স করতে না পারার জন্য দুঃখিত। সকলের মোনাজাতে রাখবেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা শান্ত হও। আমরা তোমাদের পাশে আছি। এ ঘটনার বিচার হবে।

Comments

Popular posts from this blog

জমি খারিজ করেনি যারা, তাদের জন্য বড় তিন সুখবর!

W পজিশনে বাচ্চাকে বসতে দেখলে সাথে সাথে থামাবেন

দাঁ’তের গর্ত কেন হয়, আর গর্ত হলে আপনি কী করবেন জেনে নিন