দেওলিয়া হওয়ার পথে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩ কোম্পানি
যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নিয়ন্ত্রণে থাকা ১৪২ মিলিয়ন পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ২৩১৮ কোটি টাকা) সম্পদের তিনটি কোম্পানি দেউলিয়া হওয়ার পথে রয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিজনাউ জানিয়েছে, ২৯ জুলাই গ্রান্ট থর্নটন নামের একটি অ্যাকাউন্টিং প্রতিষ্ঠানকে এই তিন কোম্পানির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো হলো— জেডটিএস প্রপার্টিজ লিমিটেড, রুখমিলা প্রপার্টিজ লিমিটেড এবং নিউ ভেঞ্চারস (লন্ডন) লিমিটেড।
কোনো কোম্পানি ঋণ পরিশোধ বা কার্যক্রম চালাতে ব্যর্থ হলে সেগুলো দেউলিয়ার পথে চলে যায়। এমন পরিস্থিতিতে প্রশাসক নিয়োগের মাধ্যমে এগুলো বাঁচানোর চেষ্টা করা হয়।
প্রতিষ্ঠানগুলোর হিসাব অনুযায়ী, এদের সম্মিলিত সম্পদের পরিমাণ ১৪২ মিলিয়ন পাউন্ড। এর মধ্যে শুধু জেডটিএস প্রপার্টিজের সম্পদই ৭৭ মিলিয়ন পাউন্ড। তিন কোম্পানির ব্যাংক ঋণের পরিমাণ প্রায় ৭৮ মিলিয়ন পাউন্ড।
চলতি বছরের শুরুর দিকে সাইফুজ্জামানের নিয়ন্ত্রণে থাকা আরও তিনটি কোম্পানিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, যেগুলোর সম্মিলিত সম্পদ প্রায় ২৯ মিলিয়ন পাউন্ড। সেসব কোম্পানির সম্পদ বিক্রির প্রক্রিয়া চলছে। ধারণা করা হচ্ছে, নতুন এই তিনটি কোম্পানির ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে।
Comments
Post a Comment