নুরকে যে মেরে রক্তাক্ত করেছে অবশেষে তার পরিচয় পাওয়া গেল

 রাজধানীর পল্টন মোড়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে করা বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এতে মারাত্মক আহত হয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তাকে কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়েছে।



এর আগে শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পল্টান মোড়ে বিক্ষোভ মিছিল করে গণঅধিকার পরিষদ। এরপরই হামলার ঘটনা ঘটে।

গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের ওপর ব্যাপক লাঠিচার্জ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাত সাড়ে ৯টার পর পরিস্থিতি আরও উত্তেজনাকর হলে আইনশৃঙ্খলা বাহিনী এ পদক্ষেপ নেয়। বিজয়নগর পানি ট্যাংকি এলাকা থেকে ধাওয়া করে পুলিশ।

নেতাকর্মীরা তাদের দলীয় অফিস আল রাজী কমপ্লেক্সের দিকে চলে যায়। এ সময় ব্যাপক লাঠিচার্জ করা হয়। এতে নুরুল হক নুরস আহত হন অনেকেই। তাদের মধ্যে রক্তাক্ত নূরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যেতে দেখা গেছে। এরপর থেকে থেমে থেমে স্লোগান দিচ্ছে দলটির নেতাকর্মীরা। অন্যদিকে জাতীয় পার্টি অফিসেই আছেন তাদের দলীয় নেতাকর্মীরা।

হামলার বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ। তিনি বলেন এই ঘটনায় ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন।

আবু হানিফ বলেন, জাতীয় পার্টির অফিসের সামনে থেকে দুই থেকে তিনশত লোক হামলায় অংশ নেন। হামলায় আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীরা জড়িত ছিলেন। এক পর্যায়ে গণ অধিকার পরিষদের নেতা-কর্মী ও সমর্থকরা প্রতিরোধ করে হামলাকারীদের দমন করেন।

Comments

Popular posts from this blog

জমি খারিজ করেনি যারা, তাদের জন্য বড় তিন সুখবর!

W পজিশনে বাচ্চাকে বসতে দেখলে সাথে সাথে থামাবেন

দাঁ’তের গর্ত কেন হয়, আর গর্ত হলে আপনি কী করবেন জেনে নিন