ক্লাসরুমে চলছে নীল ছবি, বসে দেখছে শিক্ষার্থীরা! ভিডিও ফাঁস হতেই তুলকালাম চারদিক
শ্রেণিকক্ষে চলছে পর্নোগ্রাফি! বসে দেখছে ডজনখানেক শিক্ষার্থী। চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিও ফাঁস হওয়ার পর তুলকালাম নেট দুনিয়া। এ ঘটনায় উদ্বিগ্ন অভিভাবক; ক্ষুব্ধ স্থানীয়রা। তাদের দাবির মুখে এ ঘটনা এরইমধ্যে তদন্ত টিম গঠন করেছে শিক্ষা অধিদপ্তর। খোঁজা হচ্ছে, কে বা কারা ঘটলো এ নেক্কারজনক ঘটনা? উদ্দেশ্যেই বা ছিল কী?
তদন্ত সংশ্লিষ্টরা জানান, স্কুলের যে শ্রেণিকক্ষে নীল ছবি দেখানো হচ্ছিল, সে ক্লাসে উপস্থিত ছিল ১৩ জন শিক্ষার্থী। তাদেরই একজন ঘটনাটি ক্যামরাবন্দি করে। পরে সেই ভিডিওই ফাঁস হয়েছে। এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষের চরম দায়িত্বহীনতারও প্রমাণ পেয়েছে তারা।
Comments
Post a Comment